রাজধানীর গুলশানস্থ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে এই বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল ফখরুদ্দিন মো. কেফায়েত উল্লাহ ।
বালক-বালিকাদের আলাদা দুটি অধিবেশনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস এম মাহবুব উল আলম। আরও উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. আমিনুল হক খান।
উদ্বোধনী বক্তব্যে এস এম মাহবুব উল আলম ছাত্রছাত্রীদের প্রকৃত বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার আহবান জানান যাতে ভবিষ্যতে একজন মুসলিম বিজ্ঞানী হিসাবে তারা দেশ ও জাতির যথাযথ কল্যাণে নিয়োজিত হতে পারে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের এ ক্ষুদে বিজ্ঞানীরাই একদিন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা মুলতঃ একটি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। আর যদি আমরা সবক্ষেত্রে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারি তাহলেই জ্ঞানভিত্তিক একটি সমাজ গড়ে তোলা সম্ভব, আর এ জ্ঞানের উৎস হলো পবিত্র কোরআন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অথিতিবৃন্দ মেলার প্রজেক্ট সমূহ পরিদর্শন করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
মেলায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ৭৬টি প্রজেক্ট উপস্থাপিত হয়। এর মধ্যে বালিকাদের ‘Geothermal Energy Power Plant’ প্রজেক্টটি এবং বালকদের ‘The Removal of Space Junk’ প্রজেক্টটি বেষ্ট প্রজেক্ট হিসেবে নির্বাচিত হয়।
তারিখ: ১৭ অক্টোবর ২০২৪